Latest courses

পাঠ নির্দেশনা

 প্রিয় শিক্ষার্থী

উন্মুক্ত শিক্ষণ পদ্ধতি নির্ভর ব্যাচেলর অব আর্টস (বিএ), ব্যাচেলর অব সোশাল সায়েন্সেস (বিএসএস) প্রোগ্রাম প্রোগ্ামে ভর্তি হওয়ার জন্য সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। “বাংলা ভাষা-১: সাহিত্য' বইটি দূর-শিক্ষণের উপযোগী করে এক বিশেষ পদ্ধতিতে লেখা হয়েছে। এ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী নিজ দায়িত্বে নিজের সুবিধামত শিক্ষালাভ করে । অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, পাকিস্তান, ভারত ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে এ শিক্ষা ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে। 

দূর-শিক্ষণ ব্যবস্থায় মড়্যুলার পদ্ধতিতে বই লেখা একটি রীতিসিদ্ধ ব্যাপার । এ বইটি পাঠ করতে গেলে আপনি দেখবেন, বইটিতে কতিপয় ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট আবার কয়েকটি পাঠে বিভক্ত। প্রতিটি ইউনিটের শুরুতেই আছে ভূমিকা । এটি পড়ে আপনি বুঝতে পারবেন ইউনিটটিতে কি বিষয় জানতে যাচেছেন।

প্রতিটি পাঠের শুরুতে এক বা একাধিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে। পাঠ শেষে আপনি কি শিখতে, বলতে বা বর্ণনা করতে পারবেন তা উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে। মড্যুলার পদ্ধতিতে এটি একটি অত্যাবশ্যক অংশ যা আপনাকে মানসিকভাবে তৈরি করে তুলবে ।

প্রতিটি পাঠে দেখবেন পাঠোত্তর মূল্যায়ন। এটি আপনাকে স্বমূল্যায়নের সুযোগ দেবে। পাঠোত্তর মূল্যায়ন যদি সন্তোষজনক হয়, তবে বুঝতে হবে পাঠটি আপনার আয়ত্তে এসেছে। পাঠোত্তর মূল্যায়নে পাবেন নৈর্যক্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন । শেষে আছে উত্তরমালা।

প্রশ্নগুলো ভাল করে পড়ে দেখবেন উত্তর কি হওয়া উচিত। আপনার ভাবনার সঙ্গে উত্তর না মিললে পাঠগুলো আবার অধ্যয়ন করুন। যেগুলোর উত্তর লেখা নেই, সেগুলো বইটির সাহায্যে নিজেই তৈরি করুন। নিজের মত করে সঠিক উত্তর তৈরি করা মোটেই কঠিন কাজ নয়। যদি কোন বিষয় বুঝাতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনার নিকটস্থ টিউটোরিয়াল কেন্দ্রের শিক্ষকদের সাহায্য নিন। সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান পেতে চেষ্টা করুন।

মানুষের পাঠের সীমানা নির্দিষ্ট নয়। সময় পেলে জানার জন্য আরো কিছু সহায়ক বই পড়ে দেখতে পারেন। বইয়ের নির্দেশ অনুযায়ী পাঠ গ্রহণ করুন। আশা করি আপনি পাঠে কৃতকার্য হবেন।আমরা আপনার সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

Post a Comment

0 Comments